১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম উদ্বোধনী দিনে একটি ম্যাচ হয়েছিল ¯্রফে পাঁচ ওভারের। এরপর আর একটি বলও হতে পারেনি কোনো ম্যাচে। বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল জাতীয় লিগ টি-টোয়েন্টি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে যদিও কবে নাগাদ শুরু হবে সেটি নিশ্চিত করেনি বিসিবি, ‘বৈরি আবহাওয়ার কারণে চলতি এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট স্থগিত করা হলো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নতুন সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।’ শিগগিরই আবহাওয়ার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমন অবস্থায় অন্তত আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের খেলা বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, ‘হ্যাঁ, আমরা টুর্নামেন্ট স্থগিত করেছি। আমরা জেনেছি,...