১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম এখন থেকে বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস। সে কারণে বেলজিয়ামের ভিসা আবেদন করতে হলে বাংলাদেশিদের দিল্লি যেতে হবে। গতকাল মঙ্গলবার দিল্লি বেলজিয়াম দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।এতে আরও বলা হয়, দিল্লির ভিএফএস গ্লোবালে ভিসা আবেদনে করার পর একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে এবং সশরীরে ভিসা আবেদনের ফাইল নয়াদিল্লিতে ভিএফএস অফিসে জমা দিতে হবে। অস্থায়ীভাবে আগামী এক মাসের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। দিল্লির বেলজিয়াম দূতাবাস বলেছে, আমরা দ্রুত ঢাকার ভিএফএসর মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করার চেষ্টা করছি।উল্লেখ্য, বাংলাদেশে বেলজিয়ামের দূতাবাস নেই। তবে ঢাকার সুইডিশ দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন জমা নিতো। এখন থেকে ঢাকার সুইডিশ দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন জমা নেবে...