ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় পূর্ব শত্রুতার জেরে চাপাতির আঘাতে আহত রিপন (৩৫) নামে এক যুবক মারা গেছেন। পুলিশ বলছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে আদাবর ১০ নম্বর রোডের বালুর মাঠ এলাকার একটি টিনশেড বাসায় হামলার শিকার হন তিনি। ঠেকাতে গিয়ে আহত হন রিপনের স্ত্রী আরজু বেগম (২৮) ও ছেলে মো. ইমন (১৮)। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রিপন ওই এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। ঘটনার সময় তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বাসায় ঘুমাচ্ছিলেন তিনি। হঠাৎ স্থানীয় বেল্টু মনির, তার ভাই বাবু, জাহিদ, রাকিব, কুমির রুবেলসহ কয়েকজন ঘরের ভেতরে ঢুকে রিপনের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে চাপাতি দিয়ে আঘাত করেন। বাধা দিতে গেলে স্ত্রী আরজু ও ছেলে ইমনকেও আঘাত করেন হামলাকারীরা।...