বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের রাজশাহী কার্যালয়ের প্রধানের দায়িত্বে থাকা এই কর্মকর্তা মঙ্গলবার পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুখপাত্র আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘তিনি (মেজবাউল হক) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।’’ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার আগে দেড় বছরের বেশি সময় ধরে মুখপাত্রের দায়িত্বে ছিলেন মেজবাউল হক। সরকার বদলের পর আগের গভর্নর আব্দুর রউফ তালুকদার আর কেন্দ্রীয় ব্যাংকে আসেননি। আর্থিক খাতে পরিবর্তনের অংশ হিসেবে দুই ডেপুটি গভর্নর সরে যেতে বাধ্য হন। পরে ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হিসেবে সরিয়ে দেওয়া মেজবাউল হককে যিনি ২০২২ সালের ৪ ডিসেম্বর নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ার দিনেই এ দায়িত্ব পেয়েছিলেন। এর আট মাস পর তাকে ময়মনসিংহ কার্যালয়ে বদলি করে মুখপাত্রের দায়িত্ব দেওয়া...