বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারমেন বেঞ্জামিনের সঙ্গে বৈঠক করেছেন। দুই প্রধান বিচারপতির মধ্যে বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিচার প্রক্রিয়া সংক্রান্ত প্রযুক্তি বিনিময়, বিচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও স্ব স্ব দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা জোরদারের বিষয়ে আলোচনা হয়। সোমবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত ন্যাশনাল হাই কোর্টি অব ব্রাজিল পরিদর্শন করেন। এ সময় দুই প্রধান বিচারপতি মতবিনিময় সভায় মিলিত হন বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ন্যাশনাল হাই কোর্ট অব ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারমেন বেঞ্জামিনের আমন্ত্রণে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিল সফর করছেন। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। সেখানে প্রধান বিচারপতি ‘এক্সচেইঞ্জ অন ম্যাটারস অব মিউচুয়েল জুডিশিয়াল ইন্টারেস্ট, পার্টিকুলারলি...