চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেষ হয়েছে। জানা গেছে, নবাব ফয়জুন্নেছা হলে ১৪টি নির্বাচিত পদের বিপরীতে মোট ১৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ফলে হলটির অধিকাংশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হবেন এবং কয়েকট পদ শূন্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।আরো পড়ুন:‘নভেম্বরে সম্পূরক বৃত্তির আশ্বাস দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান’ডিসেম্বর মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস জবি উপাচার্যের ‘নভেম্বরে সম্পূরক বৃত্তির আশ্বাস দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান’ ডিসেম্বর মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস জবি উপাচার্যের মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে হলভিত্তিক মনোনয়ন বিতরণের তালিকায় এমন তথ্যই উঠে এসেছে। এ বিষয়ে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী রাইজিংবিডি ডটকমকে বলেন, “হলটিতে ১৪টি পদের বিপরীতে মোট ১৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তবে ১৪...