জরায়ুর ক্যানসার হলো জরায়ুর ভেতরের লাইনিং Endometrium-এর ক্যানসার। এন্ডমেট্রিয়াম কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে জরায়ুর ক্যানসার হয়। যাদের বয়স ৬০ বছর বা তার বেশি, এমন নারীদের ঝুঁকি আছে। এ ছাড়া যেসব নারীর মেনোপজ হয়ে গেছে। রিপ্রোডাকটিভ বয়সে পলিস্পিটিক ওভারিয়ান সিনড্রোম রোগে ভুগলেও এমনটা হতে পারে। অনিয়মিত মাসিক হলে। ৪০ বছর বয়সের পর মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে। বন্ধ্যত্ব থাকলে। ডিএম ও এইচটিএন থাকলে। অতিরিক্ত ওজন হলে। ক্যানসারের পারিবারিক ইতিহাস থাকলে যেমন কোলন ওভারিয়ান ক্যানসার ও লাঞ্চ সিনড্রোম। এস্টোজেন হরমোন থেরাপি নিলে। Tamoxifenখেলে (Breast Cancer-এর জন্য) আগে কোন ক্যানসারের জন্য রেডিওথেরাপি নিলে। কম বয়সে মাসিক শুরু হলে ও দেরিতে মেনোপজ হলে। দুর্গন্ধযুক্ত স্রাব...