রংপুরের পীরগাছা স্টেশন এলাকায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। হঠাৎ এ দুর্ঘটনায় প্রায় পাঁচ শতাধিকের বেশি যাত্রী পড়েন চরম দুর্ভোগে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে দীর্ঘ ১১ ঘণ্টার প্রচেষ্টায় দুটি রিলিফ ট্রেনের সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে বগি উদ্ধার কাজ শেষ হয়। ট্রেনটি উদ্ধারে লালমনিরহাট থেকে একটি ও পার্বতীপুর থেকে অপর একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানান উদ্ধার কাজে নিয়োজিত রেলওয়ে কর্মীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সান্তাহার থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেন ‘পদ্মরাগ’ দুপুর সাড়ে ১২টার দিকে রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় পঞ্চগড় থেকে সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ একই স্টেশনে...