ঢাকার গুলশানে নতুন ফ্রান্স ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেছে ভিএফএস গ্লোবাল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার গুলশান- ২ নম্বরের র্যাংগস জেড স্কোয়ারে অবস্থিত কেন্দ্রটি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই। তিনি বলেন, এই কেন্দ্র বাংলাদেশের নাগরিকদের জন্য ভ্রমণ সহজ করবে। ভিএফএস গ্লোবাল কেবল আবেদন সংগ্রহ করবে, ভিসা অনুমোদনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দূতাবাসের দায়িত্বে থাকবে। মঙ্গলবার থেকেই বাংলাদেশে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিসার আবেদনকারীরা সহজেই আবেদন জমা দিতে পারছেন। এমনটিই জানিয়েছে ভিএফএস গ্লোবালের ঢাকা কার্যালয়। কেন্দ্রটি আধুনিক সুযোগ-সুবিধা এবং বিশেষায়িত সেবার মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও দ্রুত ও সুবিধাজনক করবে। নতুন কেন্দ্রটি পরিচালনা করবেন সু-প্রশিক্ষিত গ্রাহকসেবা প্রতিনিধিরা, যারা আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার প্রতিটি ধাপে সহায়তা করবেন। এখানে নমনীয় অর্থপ্রদানের অপশন (নগদ, কার্ড, অনলাইন), সহজ অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং সম্প্রসারিত কার্যঘণ্টা সুবিধা রয়েছে। ভিএফএস গ্লোবাল...