বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ তিন বছর পেছানোর চেষ্টা করছে সরকার। তবে আশাবাদী হওয়া উচিত হবে না। কারণ জাপান, ভারত, যুক্তরাষ্ট্রসহ কিছু বন্ধুরাষ্ট্র এটির বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। গতকাল মঙ্গলবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও এলডিসি উত্তরণ’ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন র্যাপিডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ রাজ্জাক, নির্বাহী পরিচালক ড. মো. আবু ইউসুফ, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা প্রমুখ। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা অংশ নেন। বাণিজ্য সচিব বলেন, ‘আমি গত পরশু একটা বিদেশি টিমের সঙ্গে কথা বলেছি উত্তরণ পেছানোর জন্য। কিন্তু এটা আমরা একটু ক্ষীণ স্বরে করছি।’ কেননা...