বিশ্বের সর্ববৃহৎ হালাল পণ্য ও সেবার প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (MIHAS) ২০২৫তে অংশ নিচ্ছে রিমার্ক এইচবি লিমিটেড। দেশের প্রথম হালাল স্কিনকেয়ার ও কসমেটিকস প্রস্তুতকারক হিসেবে রিমার্ক এই প্রদর্শনীর মাধ্যমে ১শ বিলিয়ন ডলারের গ্লোবাল হালাল ইন্ডাস্ট্রিতে অংশ নিতে যাচ্ছে। রিমার্কের লিলি, নিওর, সিওডিল, হারল্যান, স্কিনমিন্ট, অরিক্স, ক্যাভোটিন, একনল, ডার্মাইউসহ ব্র্যান্ডগুলোর হালাল সার্টিফিকেশন পাওয়া উচ্চ মান সম্পন্ন দুই শতাধিক পণ্য এই পদর্শনীতে উপস্থাপন করা হবে।আগামী ১৭ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার (MITEC)-এ অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। বিশ্বের ৬৬টি দেশ থেকে আগত ৩ হাজারের বেশি হালাল সার্টিফাইড কোম্পানি এতে অংশ নিচ্ছে। প্রদর্শনীর ৭ নং হলের ৭এম০২ বুথে থাকবে বাংলাদেশে উৎপাদিত রিমার্কের ব্র্যান্ডগুলোর প্রদর্শনী। অনুষ্ঠিতব্য এই প্রদর্শনী চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজকরা ধারণা করছেন প্রদর্শনীতে সারা বিশ্ব থেকে...