এশিয়া কাপ ২০২৫–এ পাকিস্তান ক্রিকেটে আবারও নতুন বিতর্কের জন্ম দিল। বুধবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে ‘করো বা মরো’ ম্যাচের আগে হঠাৎ করেই বাতিল করা হয়েছে তাদের নির্ধারিত সংবাদ সম্মেলন। এতে আবারও উত্তেজনা চরমে উঠেছে, বিশেষ করে ভারতের সঙ্গে হাত মেলানো ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কের পর।মঙ্গলবার দুবাইয়ে পাকিস্তানের নির্ধারিত প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত করা হয়। এর আগে সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হুমকি দিয়েছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানো না হলে তারা টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াবে।পিসিবি প্রধান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি মহসিন নকভি জানিয়েছিলেন, তারা আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ করেছে। পাকিস্তানের দাবি, পাইক্রফট নাকি আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন এবং ‘স্পিরিট অব ক্রিকেট’ সংক্রান্ত এমসিসি আইন অমান্য করেছেন। তবে আইসিসি ইতিমধ্যেই পাকিস্তানের এই দাবি খারিজ করে দিয়েছে।বিতর্কের...