একাদশে ফেরা নাসুম আহমেদ প্রথম বলেই ওপেনার সেদিকউল্লাহ অতলকে ফিরিয়ে চাপে ফেলে দেন আফগানিস্তানকে। সেই চাপ পুরো পাওয়ার প্লেতে ধরে রাখে বাংলাদেশ। নাসুমের আরও এক শিকারে ৬ ওভার শেষে আফগানরা তুলতে পারে ২ উইকেটে ২৭ রান। বাংলাদেশ তুলেছিল বিনা উইকেটে ৫৯ রান। নিজেদের ইনিংসে বাংলাদেশ করে ৫ উইকেটে ১৫৪ রান। আবুধাবির এই পিচে মাঝে ও শেষের দিকে প্রত্যাশিত রান তুলতে পারলে সংগ্রহটা আরও বড় হতে পারতো যদিও। তানজিদ ক্যারিয়ার ৭ম টি-টোয়েন্টি ফিফটির দিন খেলেন ৩১ বলে ৩ ছ্ক্কায় ৫২ রানের ইনিংস। নাসুমের শিকার হয়ে প্রথমে ফেরেন অতল। এর পর পঞ্চম ওভারের প্রথম...