নাসুম আহমেদের জোড়া আঘাতের পর রিশাদের আঘাত। এই দুই স্পিনারের বলে বিভ্রান্ত হয়ে ৮.৩ ওভারে ৫১ রানে শফিকুল্লাহ অটল, ইবরাহিম জাদরান, ও গুলবাদিন নায়েবের উইকেট হারায় আফগানিস্তান। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ১৫৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে আফগানিস্তান। ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনার সাদিকুল্লাহ অটলকে এলবিউব্লিউ করে ফেরান স্পিনার নাসুম আহমেদ। স্কোর বোর্ডে কোনো রান জমা করার আগে প্রথম উইকেট হারিয়ে থমকিয়ে যায় আফগানরা। দলীয় ১৮ রানে ইবরাহিম জাদরানকে ফেরান নাসুম। এরপর দলীয় ৫১ রানে গুলবাদিন নায়েবকে ফেরান নাসুম আহমেদ। হারলেই বিদায় নিশ্চিত। জিতলে এশিয়া কাপের সুপার ফোরে খেলার সম্ভাবনা টিকে থাকবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। এশিয়ার এই উঠতি দলটির বিপক্ষে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে। মঙ্গলবার আবু...