ডিসেম্বরের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভাষা শহীদ রফিক ভবনের নিচে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আশ্বাস দেন।আরো পড়ুন:চাকসু: ফয়জুন্নেছা হলে ১৪ পদে ১৪ মনোনয়নপত্র বিক্রি‘নভেম্বরে সম্পূরক বৃত্তির আশ্বাস দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান’ ‘নভেম্বরে সম্পূরক বৃত্তির আশ্বাস দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান’ জবি উপাচার্য বলেন, “জকসু নিয়ে আমরা কাজ করছি। অক্টোবর-নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু হয়ে যাবে। নির্বাচনের আগে আরো কিছু প্রস্তুতিমূলক কাজ রয়েছে, সেগুলো শেষ করার চেষ্টা চলছে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন করার আশা করা যায়।” তিনি বলেন, “বিশেষ বৃত্তি কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই শিক্ষার্থীরা এ সুবিধা ভোগ করতে পারবে। পাশাপাশি কেন্দ্রীয় লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) স্থাপনসহ বিভিন্ন...