ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিল ভর্তি জালিয়াতির মাধ্যমে সম্পন্ন হয়েছিল বলে তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে। এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে। বৈধ ছাত্রত্ব না থাকায় ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার প্রার্থীতাকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে কমিটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ। তিনি জানান, ভর্তি প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ধরা পড়ায় সিন্ডিকেট তদন্ত কমিটির সুপারিশ গ্রহণ করে বিষয়টি একাডেমিক কাউন্সিলে পাঠিয়েছে। এদিকে তদন্ত প্রতিবেদনে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০১৯ এ ভোট কারচুপি, কেন্দ্র দখল, অনাবাসিক শিক্ষার্থীদের ভোটে বাধা এবং অবৈধভাবে ভর্তি হয়ে নির্বাচনে অংশ নেওয়ার মতো ঘটনা ঘটেছে। কমিটি নিশ্চিত হয়েছে যে ক্রিমিনোলজি...