ব্যাটাররা খুব বড় সংগ্রহ এনে দিতে পারেননি। বোলাররা লড়ে যাচ্ছেন তা নিয়েই। বাঁচা-মরার ম্যাচে বল হাতে শুরু থেকেই আগুন ঝরাচ্ছেন বাংলাদেশি বোলাররা। বিশেষত নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে চাপে পড়েছে আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এশিয়া কাপে নিজেদের গ্রুপে টাইগারদের এটি শেষ ম্যাচ। জিতলে টিকে থাকবে সুপার ফোরে ওঠার সম্ভাবনা। এমন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১৫৪ রান। তা নিয়েই ভেলকি দেখাচ্ছেন নাসুম। আফগান ইনিংসের প্রথম বলেই সেদিকউল্লাহ অটলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসুম। রানের খাতা খোলার আগে নেই এক উইকেট। দ্বিতীয় ওভারের শেষ বলে উইকেট পেতে পেতেও পায়নি বাংলাদেশ। তাসকিন আহমেদের ডেলিভারিতে পয়েন্টে ক্যাচ তুলে দেন ইব্রাহিম জাদরান। রিশাদ হোসেন মিস...