অপরাধমূলক কর্মকাণ্ড ও জনবিরোধী আচরণের সুনির্দিষ্ট অভিযোগে যশোর সদর উপজেলা বিএনপির অধীনস্থ ইউনিটের দুই নেতা ও যুবদলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এবং জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহম্মেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিএনপির পদ থেকে অব্যাহতিপ্রাপ্তরা হলেন উপশহর ইউনিয়ন বিএনপির হুমায়ুন কবির এবং সদর উপজেলা বিএনপির আরবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মনির হোসেন। এ ছাড়া মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের নগর শাখার যুগ্ম আহ্বায়ক মারুফ বিল্লাহ সিদ্দিকী সানিকেও অব্যাহতি প্রদান করা হয়েছে।বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিষয়ে নজরদারি না রাখা এবং ঊর্ধ্বতন কমিটিকে অবহিত না করায় সংশ্লিষ্ট...