রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে পুরো ক্যাম্পাসে। শিক্ষার্থীদের সমর্থন পেতে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা হলে হলে, ক্যাম্পাসের প্রধান চত্বরে চালাচ্ছেন জোর প্রচারণা।‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’সহ নানা সংগঠনসমর্থিত প্যানেল তাদের পোস্টার, লিফলেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নির্বাচনী বার্তা।প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন একাডেমিক মানোন্নয়ন, আবাসন, নিরাপত্তা, গবেষণার সুযোগ ও মৌলিক অধিকার রক্ষার। তবে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে রয়েছে শিক্ষার্থীদের সংশয়।ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, “আমাদের নেতৃত্ব শিক্ষার্থীদের স্বার্থেই কাজ করবে।” অপরদিকে মোস্তাকুর রহমান জাহিদ জানান, “রাকসুকে দাবি-দাওয়ার কার্যকর মঞ্চে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”মিডিয়া সম্পাদক পদপ্রার্থী ফাহির আমিন বলেন, “রাকসু হবে মতপ্রকাশের স্বাধীন প্ল্যাটফর্ম, তথ্যপ্রবাহ নিশ্চিত করাই আমার প্রতিশ্রুতি।”বার্তাবাজার/এমএইচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ...