‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় ক্রিকেটাররা করমর্দন না করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে সংবাদ সম্মেলনের পর নির্ধারিত অনুশীলন সেশন যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। সংবাদ সম্মেলন বয়কট করার কারণ জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ধারণা করা হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচ শেষে করমর্দন বিতর্কে আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রতি ক্ষোভ থেকেই এই পদক্ষেপ। ওই বিতর্কের পর থেকেই পিসিবি পাইক্রফটকে এশিয়া কাপের দায়িত্ব থেকে সরানোর দাবি জানিয়ে আসছে। যদিও আইসিসি এই দাবিতে সাড়া দেয়নি বলেই খবর। গত রবিবার দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান সূর্যকুমার যাদবরা। এমনকি টসের সময়ও কেউ...