জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি ‘অনভিপ্রেত ও সম্পূর্ণ অগণতান্ত্রিক’ বলে মনে করেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। এমন দাবিকে দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ‘বিপজ্জনক’ বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার রাতে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির এ অংশের মহাসচিবের বাসায় দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জরুরি মতবিনিময় সভায় হয়, সেখানে আনিসুল ইসলাম এ মন্তব্য করেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল পাঁচ দফা দাবিতে যুগপৎ বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সোমবার। এ আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা দিয়ে এদিন কর্মসূচি দিয়েছে জাগপার একাংশ। তাদের পাঁচ দফার অন্যতম দাবি জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ থেকে দলটির মূল ধারা হিসেবে পরিচিত জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশের...