ভারতের রাজধানী নয়াদিল্লিতে মারাত্মক বায়ুদূষণের কারণে সেখানকার ঐতিহাসিক মুঘল আমলের দূর্গ লালকেল্লার দেয়ালে ‘কালো আস্তরণ’ তৈরি হয়েছে। এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষকরা দেখতে পেয়েছেন, লাল বেলেপাথরের এই দূর্গের দেয়ালের সঙ্গে দূষিত পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে জমে যাওয়া আস্তরণ ০ দশমিক ০৫ মিলিমিটার থেকে ০ দশমিক ৫ মিলিমিটার পর্যন্ত পুরু। দ্রুত ব্যবস্থা না নিলে এই ঐতিহাসিক কেল্লাটির সূক্ষ্ম নকশা ও খোদাই করা কাজ নষ্ট হতে পারে। বিবিসি জানায়, সপ্তদশ শতকে নির্মিত লালকেল্লার ওপর বায়ুদূষণের প্রভাব নিয়ে এটিই এ ধরনের প্রথম পূর্ণাঙ্গ গবেষণা। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম দিল্লির বায়ুর মানের অবনতি প্রায়ই খবরের শিরোনাম হয়, বিশেষ করে শীতকালে। সংরক্ষণবিদরা বরাবরই সতর্ক করে এসেছেন যে, রাজধানীসহ ভারতের কয়েকটি রাজ্যের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব পড়ছে। ২০১৮ সালে ভারতের...