ব্যক্তিগত সততার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ এক বাংলাদেশি প্রবাসীকে সম্মাননা দিয়েছে। তার নাম আজিজুদ্দীন তালুকদার (৩৬)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের বাসিন্দা আইউব আলী তালুকদারের ছেলে। আজিজ ‘নায়েফ গোল্ড সুক’ নামে দুবাইয়ের একটি স্বর্ণালংকারের বাজারে কাজ করেন, চাকরির পাশাপাশি তিনি অতিরিক্ত সময়ে ভাড়ায় গাড়ি চালান। পুলিশ জানায়, সোমবার রাতে দুবাইয়ের ওই বাজার থেকে এক ব্রিটিশ দম্পতিকে গাড়িতে তুলে আতানা হোটেলে নিয়ে যান আজিজ। পথে তারা আল বাশরার একটি রেস্তোরাঁয় খাওয়া শেষে হোটেলে গিয়ে নামেন। দম্পতি তাদের হাতব্যাগ গাড়িতে ফেলে যান। ব্যাগটিতে পাসপোর্ট, ক্রেডিট কার্ড ও একটি মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী ছিল। পরদিন দুপুরে নায়েফ পুলিশ স্টেশন থেকে ফোন পেয়ে আজিজ সেখানে যান এবং কর্তব্যরত কর্মকর্তা মোহামেদ ইয়াকুবের উপস্থিতিতে ব্যাগটি মালিকদের ফিরিয়ে দেন। ব্রিটিশ দম্পতি নগদ অর্থ দিতে...