জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী মহানগরের একজন শীর্ষ স্থানীয় নারী নেত্রী হঠাৎ করেই দল থেকে পদত্যাগ করেছেন। তার এই সিদ্ধান্তে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া ও চাঞ্চল্য। পদত্যাগের কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া দলের সব কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ বেলা ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় জলিল বিশ্বাস মার্কেটের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শামীমা সুলতানা মায়া জানান, জুলাই অভ্যুত্থানের সময় তিনি রাজশাহীতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এরপর থেকে দলের দায়িত্ব পালনকালে সর্বদা নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং নানামুখী চাপে তার পক্ষে আর সৎভাবে...