৩৫ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩০নং দক্ষিণ ভূতেদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ১৯৮৯ সালে ৪৭ শতাংশ জমিতে নির্মাণ করা হয় দুই চালা বিশিষ্ট টিনশেডের এ বিদ্যালয়টি। বিদ্যালয়টি নিচু জমিতে নির্মাণ হওয়ায় বছরের ছয় মাসই পানি জমে থাকে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা জলাবদ্ধ অবস্থায় ক্লাস করতে বাধ্য হচ্ছে। এতে পাঠদানের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছে শিশুরা। বিদ্যালয়ে বর্তমানে ৬ জন শিক্ষক ও ৫৮ জন শিক্ষার্থী পড়ালেখা করে। প্রতি বছর সরকারিভাবে বিদ্যালয় উন্নয়ন সংস্কারের অর্থ বরাদ্দ দেওয়া হলেও এ বিদ্যালয়টিতে কোনো বরাদ্দ না আসায় আজও টিনশেডে ও মাটির ঘরেই চলছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম খান বলেন, বিদ্যালয়টি অবকাঠামো উন্নয়নের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু আজও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি আরও...