বর্তমানে বাঘাইছড়ি উপজেলা সদরের কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে বিদ্যালয়টি পানিবন্দি হয়ে পড়েছে। ফলে বিদ্যালয়টিতে পাঠদানসহ যাবতীয় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটি পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছেন না। এতে শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। শুধু ওই বিদ্যালয় নয়, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বাঘাইছড়ি উপজেলার আরও বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। স্থানীয় জরিনা বেগম বলেন, প্রতিবছর বর্ষায় পানি বাড়লে বিদ্যালয়টি ডুবে যায়। এতে অনেক সময় শিক্ষার্থীদের কোমর সমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। এবার পুরো বিদ্যালয়টি হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে। একই এলাকার আবদুল্লাহ আল নোমান বলেন, প্রতিবছর বাঘাইছড়িতে ৩ থেকে ৪ বার বন্যা হয়; কিন্তু সমাধানের কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। এর আগে...