গফরগাঁওয়ের খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় ও খারুয়া বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুমে মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে বা সমাবেশে অংশ নিতে পারে না। ভারি বর্ষণে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা পর্যন্ত তলিয়ে যায়, এমনকি শ্রেণিকক্ষে পানি ঢুকে পাঠদান বিঘ্নিত হয়। রাওনা ইউনিয়নের পাঁচুয়া ভাষাশহীদ আব্দুল জব্বারনগর সড়কের পাশে একই মাঠে বিদ্যালয় দুটি অবস্থিত। সরেজমিন মঙ্গলবার দুপুরে বিদ্যালয় দুটির মাঠে হাঁটু সমান পানি জমে থাকতে দেখা যায়। পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিদ্যালয় দুটির মাঠের উত্তর-পশ্চিম দিকে সড়ক এবং দক্ষিণ-পূর্বে জনবসতি থাকায় পানি নিষ্কাশনের কোনো পথ নেই। অথচ সড়কের পাশের কালভার্ট দিয়ে সহজেই পানি নিষ্কাশন করা সম্ভব। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বারবার স্থানীয় প্রশাসনের...