নাসুম আহমেদের জোড়া আঘাতের পর রিশাদও জোড়া আঘাত হানে, এরপর মুস্তাফিজের আঘাতে ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান। দুই স্পিনার ও মুস্তাফিজ তুলে নিলেন আফগানিস্তানের ৫ উইকেট। ১৩ ওভারে ৭৭ রানে শফিকুল্লাহ অটল, ইবরাহিম জাদরান, গুলবাদিন নায়েব ও রহমানুল্লাহ গুরবাজের পর মোহাম্মদ নবীর উইকেট হারায় তারা। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ১৫৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে আফগানিস্তান। ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনার সাদিকুল্লাহ অটলকে এলবিউব্লিউ করে ফেরান স্পিনার নাসুম আহমেদ। স্কোর বোর্ডে কোনো রান জমা করার আগে প্রথম উইকেট হারিয়ে থমকিয়ে যায় আফগানরা। হারলেই বিদায় নিশ্চিত। জিতলে এশিয়া কাপের সুপার ফোরে খেলার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের। নাসুম আহমেদের জোড়া আঘাতের পর রিশাদও জোড়া আঘাত হানে, এরপর মুস্তাফিজের আঘাতে ৭৭ রানে ৫ উইকেট...