১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম প্রশ্ন : রাসূল (সা.) কোন রঙয়ের খেজাব ব্যবহার করতেন? কোন খেজাব উত্তম ? উত্তর : রাসূল সা. থেকে খেজাবের আমল পাওয়া যায় না। খেজাব পরিমাণ চুল হুজুরের পাকেনি। শেষ পর্যন্ত তাঁর দশ বারোটি চুলই সাদা হয়েছিল মাত্র। তবে, খেজাব লাগানো সুন্নাত। সাহাবায়ে কেরামকে তিনি খেজাব ব্যবহারের জন্য উৎসাহিত করেছেন। এরমধ্যে মেহেদী বা ভিন্ন কোনো রঙের কথা বলা হয়েছে। সরাসরি কালো কলপের বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দীক রা. সহ বড় বড় অনেক সাহাবী খেজাব ব্যবহার করেছেন। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভীসূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন। দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ...