ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় হোদাইদা বন্দরে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েল ১২টি হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হুথিদের সামরিক কার্যক্রমের জবাবেই এ অভিযান পরিচালিত হয়েছে। হামলার আগে ইসরায়েলের আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রেয়ি এক বার্তায় বন্দরের সবাইকে সরিয়ে নিতে সতর্ক করেছিলেন। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে লিখেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইসরায়েলি বিমানকে প্রতিহত করছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১০ মিনিট ধরে হামলা চলে এবং তিনটি ডক লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বন্দরের দুজন কর্মকর্তা জানান, ইসরায়েলের হামলায় আগের দফায় ক্ষতিগ্রস্ত ডকগুলো আবার ধ্বংস হয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল...