নাসুম আহমেদ যে চাপ প্রয়োগ করেছিলেন আফগানিস্তানের ব্যাটারদের ওপর, তা অব্যাহত রেখেছেন অন্য বোলাররা। শামীম হোসেনের এক ওভার থেকে ১৬ রান নেওয়া ছাড়া হাত খুলে খেলতে পারেনি আফগানরা। উল্টো মারতে গিয়ে হারিয়েছে উইকেট। দলীয় ৫১ রানে গুলবাদিন নাইবকে সাজঘরের পথ দেখান রিশাদ হোসেন। ১৪ বলে ১৬ রান করে রিশাদ হোসেনের হাতে ফিরতি ক্যাচ দেন গুলবাদিন। ক্রিজে সেট হয়ে যাওয়া আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকেও বিদায় করেন রিশাদ। ৩১ বলে ৩৫ রান করে স্কয়ার লেগে বাউন্ডারির কাছে ক্যাচ নেন জাকের আলী। ৬২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে আফগানরা। ব্যাটাররা খুব বড় সংগ্রহ এনে দিতে পারেননি। বোলাররা লড়ে যাচ্ছেন তা নিয়েই। বাঁচা-মরার ম্যাচে বল হাতে শুরু থেকেই আগুন ঝরাচ্ছেন বাংলাদেশি বোলাররা। বিশেষত নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে চাপে পড়েছে আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে...