দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকারী কিন্তু সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে বিশেষ নীতি সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক বলছে, রাজনৈতিক পরিবর্তনসহ নানা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বহু প্রতিষ্ঠান স্বাভাবিক ব্যবসা চালাতে পারেনি। এর প্রভাব পড়ে ঋণ পরিশোধে, ফলে ঋণ খেলাপি বেড়ে যায় এবং সামগ্রিক ব্যাংক খাত অস্থির হয়ে ওঠে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, নতুন এ নীতির মূল লক্ষ্য হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে আবার টেকসই ব্যবসায় ফিরিয়ে আনা। এতে যেমন কর্মসংস্থান টিকবে, নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে, তেমনি ব্যাংকের আটকে থাকা ঋণও পুনরুদ্ধার করা যাবে। অর্থাৎ একদিকে শিল্পকারখানা ও...