ছোট ভাই হারালেন ‘পিছে তো দেখো’ খ্যাত পাকিস্তানি শিশু তারকা আহমদ শাহ। সোমবার তার ছোট ভাই উমর শাহ মারা গেছেন। আহমদের মতো উমরও ভাইয়ের ভাইরাল ভিডিওগুলোতে অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমান জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ভাই হারিয়ে আহমদ তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল তারা উমর শাহ আল্লাহর কাছে ফিরে গেছেন। আমি সবার কাছে অনুরোধ করছি, তাকে এবং আমাদের পরিবারকে দোয়ায় স্মরণ করবেন।” রোজার মাসে পাকিস্তানি টেলিভিশন সম্প্রচার থেকে জনপ্রিয়তা পাওয়া এই দুই ভাই মিষ্টি ও দুষ্টুমিভরা অভিনয়ে দর্শকদের মন জয় করেছিলেন। আহমদ প্রথমে ভাইরাল হন তার বিখ্যাত “পিছে তো দেখো” ভিডিও দিয়ে, এরপর থেকে হয়ে ওঠেন সবার কাছে পরিচিত নাম। উমরও নিয়মিত ভাইয়ের সঙ্গে অনুষ্ঠান ও ভিডিওতে...