জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি আপিল কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জাকসু গঠনতন্ত্র ২০২৫ প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এই নিয়োগ প্রদান করেন। রেজিস্ট্রার অফিসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) ডিন ক্যাটাগরিতে নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেন। পরের দিন আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেন। ফলে পাঁচ সদস্যের মধ্যে দুটি পদ শূন্য হয়। জাকসু গঠনতন্ত্রের ৮ (খ) অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনাররা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী ও শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল হালিম। জাকসু গঠনতন্ত্রের ৮ (জ) অনুযায়ী, নির্বাচন সম্পর্কে কোনো অভিযোগ ফলাফল প্রকাশের তিন...