এশিয়া কাপে আজ বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লাল-সবুজের দলের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোরে যেতে আফগানদের বিপক্ষে জিততেই হবে। এমন ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগারদের অধিনায়ক লিটন দাস। ব্যাট হাতে খেলতে নেমে দুই ওপেনার মিলে এনে দিয়েছিলেন দুর্দান্ত সূচনা। সাইফ হাসান-তানজিদ তামিম গড়েন ৬৩ রানের উদ্বোধনী জুটি। ঝড়ো ফিফটি করেন তামিম। তবে তামিম ফেরার পর আর রানের চাকা সেভাবে ঘোরাতে পারেননি বাকিরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ গড়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। আগে ব্যাট করতে নেমে তামিম-সাইফের ব্যাটে আজ পাওয়ার প্লে তেই ৫৯ রান তোলে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা সাইফ দেখেশুনেই খেলেছেন। অপরপ্রান্তে থাকা তামিম খেলেছেন হাত খুলে। তামিমের মারকুটে ব্যাটিংয়েই পাওয়ার প্লে তে বড় সংগ্রহ পায়...