গণহত্যার বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধকরণ, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে জুলাই জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জুলাই মঞ্চের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত জুলাই জনতার সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।সমাবেশে যোগ দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তার খুব সামান্যই পূরণ করতে পেরেছে এই সরকার। বিপ্লবীদের নিরাপত্তা বিঘ্নিত করে তারা নিজেরাও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। জুলাই আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হওয়াটা একটা অশনি সংকেত। এই বর্বরোচিত হামলার বিচার করা সম্ভব না হলে জুলাইয়ের অন্যান্য শরিকদেরও ভবিষ্যতে এমন হামলা ও জুলুমের মুখোমুখি হতে হবে। তাই সব দল ও মতকে...