ভারত ও পাকিস্তানের মধ্যকার অস্থিরতার কারণে নানা ধোঁয়াশার জন্ম নিয়েছিল এশিয়া কাপ শুরুর আগে। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়েছিল এই আঞ্চলিক টুর্নামেন্ট। তবে আসরের মাঝেই দেখা দিয়েছে নতুন বিপত্তি। এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে পাকিস্তান। এমন হলে সুপার ফোরে দেখা যেতে পারে সংযুক্ত আরব আমিরাতকে। মূলত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের শেষে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে এমন পরিস্থিতি। সেই ম্যাচের শেষে পাকিস্তানী ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি তোলে। নাহলে এশিয়া কাপ বয়কটের হুমকি দেয় পিসিবি। তবে পিসিবির অভিযোগ কার্যত খারিজ করে দিয়েছে আইসিসি। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, গতকাল (মঙ্গলবার) রাতেই পিসিবিকে চিঠি দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইসিসি। এ...