বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাহী আদেশে কোনও রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না। বলেন, ‘‘ যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে, তাদের বক্তব্য যদি সত্য হয়, তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারেন।’’ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সালাহ উদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, আদালতের মাধ্যমেই এ বিষয়ে ফয়সালা হওয়া উচিত। প্রসঙ্গত, জামায়াত, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করার কথা জানিয়েছে। সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘‘কোনও রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য দিয়েছি...