১৯৬৩ সালে ‘বেয়ারফুট ইন দ্য পার্ক’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে নিজের অবস্থান পোক্ত করেন রেডফোর্ড। ১৯৬৭ সালে নাটকটি চলচ্চিত্রে রূপ নিলে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সত্তরের দশকে হলিউডের শীর্ষ নায়কদের কাতারে জায়গা করে নেন। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্টিং তাকে এনে দিয়েছিল সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন। পরিচালক হিসেবেও তিনি সমান কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৮০ সালে ওর্ডিনারি পিপল পরিচালনার জন্য জেতেন সেরা পরিচালকের অস্কার। একই সঙ্গে ছবিটি সে বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কারও পায়। ১৯৯৪ সালে কুইজ শো পরিচালনা করে আবারও মনোনয়ন পান। ১৯৮৫ সালে আউট অব আফ্রিকা ছবিতে অভিনয় করেন তিনি। ছবিটি সাতটি বিভাগে অস্কার জয় করে, যার মধ্যে সেরা চলচ্চিত্রও ছিল। পরবর্তীতে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান–এ অভিনয়ের পর তিনি অবসরের ঘোষণা দেন। শুধু অভিনয় বা পরিচালনাতেই...