বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। একটি জাতির উন্নতির মূল চাবিকাঠি শিক্ষা। কোনো দেশকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়। সেই আলোকে শেখ হাসিনা ভারতের নির্দেশনায় বাংলাদেশের কোমলমতি ছেলেমেয়েদের সঙ্গে প্রতারণা করে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ রিফাত মাহমুদকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, বিএনপি আমলে দেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের সময়ে এমন পরিস্থিতি হয়েছে যে সাদা খাতা জমা দিলেও শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে আর একটু লিখলেই গোল্ডেন-৫ দেওয়া হতো। নতুন...