কমপক্ষে দুই বছর লাগবে অনিয়মে বিপর্যস্ত ইসলামি ধারার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকের একীভূতকরণের প্রক্রিয়া শেষ হতে। এ জন্য বাংলাদেশ ব্যাংক চলতি সপ্তাহে ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ করবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুষ্ঠিত সভায় একীভূতকরণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। পর্ষদ সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ব্যাংক একীভূত করতে দুই বছর সময় লেগে যাবে। এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আলোকে প্রতিটি ব্যাংকে একজন করে অস্থায়ী প্রশাসক বসানো হবে। তবে আপাতত কোনো ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চাকরি হারাবেন না; পর্ষদ বহাল থাকবে। একীভূতকরণ প্রক্রিয়া শেষ হয়ে গেলে পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটি বাতিল হয়ে যাবে। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী...