পাওয়ার প্লে’তে যেভাবে ব্যাটিং করলো বাংলাদেশ দল, সেভাবে শেষের দিকে রান নিতে পারলো না। ফলে স্কোরবোর্ডে যতটা বেশি রান ওঠার কথা ছিল ততটা উঠলো না। তবুও, আফগানিস্তানের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালো বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৫৪ রান। ৩১ বলে সর্বোচ্চ ৫২ রান করেছেন তানজিদ হাসান তামিম। প্রথম ওভারেই দু’বার আউট হতে গিয়ে বেঁচেছিলেন সাইফ হাসান। দ্বিতীয় বলেই জোরালো আবেদন উঠেছিল আউটের। এরপর পঞ্চম বলে ক্যাড ড্রপ হলো। ঘটনাবহুল প্রথম ওভারে উঠলো ৩ রান। এরপর ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন সাইফ হাসান এবং তানজিদ তামিম। আফগানিস্তান বোলারদের উইকেটের চারপাশে খেলে ১ম পাওয়ার প্লে’র ৬ ওভারে রান তুললেন ৫৯টি। কিন্তু পাওয়ার প্লে’র পরের ওভারে বল করতে আসা রশিদ খানকে...