চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। এদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পর্যন্ত চলে মনোনয়ন বিতরণ কার্যক্রম। এতে চাকসুতে ৪৭৪টি ও হল সংসদে ৫৮৯টিসহ মোট ১০৬৩টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।আরো পড়ুন:চাকসু: ফয়জুন্নেছা হলে ১৪ পদে ১৪ মনোনয়নপত্র বিক্রিরাকসু নির্বাচন: নিরাপত্তায় থাকবে ২ হাজার পুলিশ মঙ্গলবার রাতে তথ্যটি নিশ্চিত করেছে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী। তিনি বলেন, “প্রথম দুইদিন মনোনয়ন সংগ্রহে শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলক কম থাকলেও শেষ দিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আজ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শেষ সময় থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে সময়ও বাড়ানো হয় রাত পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহ সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত।” তিনি আরো বলেন, “এতো বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে কোনো...