নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া রাজনৈতিক পটপরিবর্তনগুলো এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে: দক্ষিণ এশিয়া কি জেন-জিদের নেতৃত্বে একটি বিপ্লবী পরিবর্তনের উর্বর ক্ষেত্র? এই প্রশ্নটি এখন রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ঘুরপাক খাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক দীর্ঘ প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে নেপালের ৩০ মিলিয়ন মানুষের দেশটি যখন প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে গিয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে, তখন শ্রীলঙ্কা ও বাংলাদেশের ঘটনার সঙ্গে এর এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এই তিনটি দেশেই তরুণ প্রজন্মের নেতৃত্বে গণবিক্ষোভ সরকার পতনের কারণ হয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পল স্ট্যানিল্যান্ড বলেন, এটি খুবই লক্ষণীয়। এক ধরনের নতুন, অস্থিতিশীল রাজনীতি তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, অতীতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংঘাতগুলো সাধারণত সামরিক...