গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে ইসরাইল। প্রথমবারের মতো এ কথা স্বীকার করল জাতিসংঘ। মঙ্গলবার সংস্থাটির স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের তিন সদস্যবিশিষ্ট কমিটি ৭২ পৃষ্ঠার একটি প্রতিবেদনে এ মন্তব্য করেছে। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান ও সাবেক জাতিসংঘ মানবাধিকার প্রধান নাভি পিল্লাই বলেন, গাজায় গণহত্যার জন্য ইসরাইল দায়ী। গণহত্যা কনভেনশনে উল্লেখিত গণহত্যার মানদণ্ড পূরণ করে—এমন কর্মকাণ্ড ইসরাইল সেখানে করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনে সংজ্ঞায়িত পাঁচটি কর্মকাণ্ডের মধ্যে চারটি ইসরাইল করেছে। সেগুলো হলো—একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, পরিকল্পিতভাবে গোষ্ঠীকে ধ্বংসের পরিস্থিতি তৈরি করা এবং জন্ম রোধের পদক্ষেপ গ্রহণ। প্রতিবেদনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে সরাসরি দায়ী করা হয়েছে। এছাড়াও গাজায় বেসামরিক নাগরিকদের হত্যাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলা হয়েছে। তবে ইসরাইলের...