দেশের বিভিন্ন স্থানে তরুণীদের ফার্মেসি অ্যাসোসিয়েট হিসেবে প্রশিক্ষণ দিতে যৌথভাবে ‘কমলাফুল ফার্মেসি’ চালু করেছে সিটি ব্যাংক এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএ। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার ‘নিশ্চিত হবে’ বলে আশা করছে উভয়পক্ষ। মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগ ইউএনএফপিএ পরিচালিত সফল পাইলট প্রকল্প ‘কমলাফুল ফার্মেসি’র অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত ওই প্রকল্পে দেখা গেছে, নারী ফার্মাসিস্ট ও অ্যাসোসিয়েটরা নারীদের কাছে বেশি গ্রহণযোগ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উন্নত পরামর্শ দিতে সক্ষম এবং প্রয়োজনীয় সেবার প্রবেশাধিকার প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা...