এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে। জিততে আফগানিস্তানকে করতে হবে ১৫৫ রান। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ৬.৩ ওভারেই তারা তুলে ফেলেন ৬৩ রান। এই হারে ফিরেন আজ একাদশে সুযোগ পাওয়া সাইফ। তিনি ২৮ বলে ২টি চারও ১ ছক্কায় করেন ৩০ রান। এরপর ৮৭ রানের মাথায় আউট হন লিটন দাস। আজ তিনি ৯ রানের বেশি করতে পারেননি।আরো পড়ুন:অক্টোবরে ‘আফগানিস্তান-বাংলাদেশ’ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্তক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে শান্ত, অলরাউন্ডার র্যাংকিংয়ে চারে মিরাজ অক্টোবরে ‘আফগানিস্তান-বাংলাদেশ’ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে...