হারলেই বিদায় নিশ্চিত। জিতলে এশিয়া কাপের সুপার ফোরে খেলার সম্ভাবনা টিকে থাকবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। এশিয়ার এই উঠতি দলটির বিপক্ষে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে। মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের নবম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে শুভ সূচনা করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ স্কোর বোর্ডে যোগ করে ৫৯ রান। ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৭ রান। দলের এমন অবস্থায় মনে হয়ে ছিল বাংলাদেশ দুইশত রান করতে না পারলেও, কাছাকাছি স্কোর গড়তে পারবে। কিন্তু দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে তা আর সম্ভব হয়নি। ১৫ ওভারের খেলা শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ...