আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ ও সাইফ। পাওয়ার প্লেতে দুর্দান্ত শুরুর পর আশা ছিল ১৭০ রানের কাছাকাছি যাওয়ার তবে শেষের ব্যর্থতায় তা আর হয়নি। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান।ম্যাচটিতে টাইগার ওপেনার তানজিদ হাসান তামিমের দৃষ্টিনন্দন অর্ধশতকে ভর করে আফগানিস্তানের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ টি–টোয়েন্টি ২০২৫–এর নবম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে টাইগাররা তুলে ৫ উইকেটে ১৫৪ রান।টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত সফল প্রমাণ করেন অধিনায়ক লিটন দাস। ইনিংসের শুরুতেই জ্বলে ওঠে ওপেনিং জুটি। তানজিদ ও সাইফ হাসান ৬৩ রানের জুটি গড়ে উড়ন্ত সূচনা এনে দেন দলকে। তবে সপ্তম ওভারের তৃতীয় বলেই আফগান অধিনায়ক রশিদ খান...