হ্যান্ডশেক বিতর্কে এশিয়া কাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর হুমকি এখন তাদের ক্রিকেট বোর্ডকেই (পিসিবি) বেকায়দায় ফেলেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অ্যান্ডি পাইক্রফটকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানোর দাবি সরাসরি প্রত্যাখ্যান করার পর এখন নতুন প্রশ্ন— আসলেই কি টুর্নামেন্ট থেকে বাদ পড়ার মতো অবস্থায় আছে পাকিস্তান?কারণ, পিসিবি যদি সত্যিই এশিয়া কাপ থেকে সরে দাঁড়ায়, তবে তাদের গচ্চা যাবে ১২ থেকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫০ কোটি টাকা। এই অর্থ আসত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) রাজস্ব ভাগাভাগি থেকে— যেখানে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সমান ১৫ শতাংশ করে পায়।এশিয়া কাপের সম্প্রচার চুক্তি, স্পন্সরশিপ ও টিকিট বিক্রির আয় থেকেই মূল রাজস্ব আসে। তাই ভারতের সঙ্গে প্রতিটি ম্যাচই টুর্নামেন্টের সবচেয়ে বড় ‘রাজস্ব জেনারেটর’। পাকিস্তান সরে...